রহমত নিউজ 20 October, 2025 12:03 PM
জাতীয় তাফসীর ফাউন্ডেশন বাংলাদেশের নির্বাহী সভায় সর্বসম্মতিক্রমে কার্যনির্বাহী পরিষদ পুনর্গঠন করা হয়।
এতে মাওলানা আবদুল আখির চেয়ারম্যান ও মহাসচিব মাওলানা আবু দাউদ মুহাম্মদ জাকারিয়া মহাসচিব পুনরায় নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৮ অক্টোবর) জাতীয় তাফসীর ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা আবদুল আখিরের সভাপতিত্বে ও মহাসচিব মাওলানা আবু দাউদ মুহাম্মদ জাকারিয়ার পরিচালনায় রাজধানীর বাসাবোতে নির্বাহী সভা অনুষ্ঠিত হয়।
৩ বছর মেয়াদি পুনর্গঠিত ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির সদস্যগণের নাম ও পদবী নিম্নরূপ :
চেয়ারম্যান মাওলানা আবদুল আখির। ভাইস চেয়ারম্যান মুফতী আতাউর রহমান কাসেমী, মাওলানা সালিমুল্লাহ, মাওলানা ওয়াহীদুর রহমান, মুফতী মাসউদুল করীম।
মহাসচিব মাওলানা আবু দাউদ মুহাম্মদ জাকারিয়া। সহ মহাসচিব মুফতী শাঈখ মুহাম্মাদ উছমান গনী, মুফতী ইমরানুল বারী সিরাজী, মাওলানা গাজী নুসরাত উল্লাহ।
অর্থ সচিব মুফতী মাহমুদ জাকির। সহ অর্থ সচিব মুফতী আবদুল হাফিজ মারুফ। সাংগঠনিক সচিব মাওলানা সাইফুল্লাহ হাবিবী। সহ সাংগঠনিক সচিব মুফতী ওমর ফারুক কুতুবী। প্রচার সচিব মুফতী নূরুল আলম নূর। সহ প্রচার সচিব মাওলানা শামসুল ইসলাম ভূঁইয়া। দফতর সচিব মুফতী মো. রেজওয়ানুল করিম। তথ্য ও গবেষণা সচিব মাওলানা জহিরুল ইসলাম। জনকল্যাণ সচিব মুফতী এনামুল হক সিদ্দিকী।
সদস্য মাওলানা জিয়াউল হক কাসেমী, মুফতী মাহমুদুল হাসান, মাওলানা অলিউল্লাহ খান।